Logo

বিপিএলে তানজিন তিশার লুক নিয়ে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫
3Shares
বিপিএলে তানজিন তিশার লুক নিয়ে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
অভিনেত্রী তানজিন তিশা । ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের পর্দা উঠেছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ শেষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতান জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে তার নৃত্য পরিবেশনার চেয়ে বেশি আলোচনায় এসেছে ওই দিনের তার পোশাক ও স্টাইলিং, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সেই লুকের একাধিক ছবি শেয়ার করেন তানজিন তিশা।

বিজ্ঞাপন

ছবিগুলোতে তাকে দেখা যায় রুপালি চুমকি বসানো গ্লিটারি টপসের সঙ্গে নিয়ন রঙের কার্গো স্টাইল প্যান্ট পরিহিত অবস্থায়। গলায় ভারী পাথরের নেকলেস, কানে ছোট টপ ইয়ারিংস এবং চোখের কোণে স্টোনের ব্যবহার তার সাজে বাড়তি উজ্জ্বলতা যোগ করেছে। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলযুক্ত স্নিকার বুট। ছবিগুলোতে তার বসার ভঙ্গিও ছিল খানিকটা ভিন্নধর্মী।

তানজিন তিশার এই ‘বিপিএল লুক’ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই তার ফ্যাশন ও স্টাইলিং নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও ছবির ভঙ্গিকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ রসিকতার ছলে বিভিন্ন মন্তব্য করেছেন, আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে সরাসরি সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি গুঞ্জনও ঘুরে বেড়াচ্ছে। কিছু নেটিজেনের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানের দিন শুরুতে নাকি তানজিন তিশাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়েও কমেন্ট বক্সে নানা প্রশ্ন ও খোঁচা দিতে দেখা গেছে। তবে এসব আলোচনা বা মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

সব সমালোচনার মাঝেও তানজিন তিশার পক্ষে কথা বলেছেন তার ভক্তদের একটি বড় অংশ। তারা মনে করছেন, বিপিএলের মতো বড় মঞ্চে তার নৃত্য পরিবেশনা দর্শকদের বিনোদন দিয়েছে এবং আয়োজনের গ্ল্যামারে আলাদা মাত্রা যোগ করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD