পরীমণির ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং পুনরায় শুরু হবে

দীর্ঘ সময় থমকে থাকার পর চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং আসছে ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। সিনেমাটি ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর জীবনকাহিনি নিয়ে নির্মিত।
বিজ্ঞাপন
নির্মাতা রাশিদ পলাশ সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এবার প্রীতিলতাও শেষ হবে, ইনশাআল্লাহ ২০২৬।” পোস্টে পরীমণি নিজেই মন্তব্য করেছেন, “আমিও প্রস্তুত আছি।” এতে স্পষ্ট হয়ে গেছে, সব জটিলতা কাটিয়ে নায়িকা আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন।
সূত্র জানিয়েছে, সিনেমার শুটিং ২০২০ সালের শেষের দিকে শুরু হয়েছিল। তখন ঢাকার অংশসহ প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছিল। পরীমণির মাতৃত্বকালীন বিরতি ও অন্যান্য কারণে কাজ থেমে যায়। সব প্রস্তুতি整র পর ২০২৬ সালের এপ্রিলের রোজার ঈদের পর চট্টগ্রামে বাকি অংশের শুটিং শুরু হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে ২০২০ সালে দুইটি সিনেমা শুরু হয়েছিল। প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (তিশা অভিনীত) ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল।








