হঠাৎ বাংলাদেশি তারকাদের মাঝে দেবের আইকনিক হুডির ট্রেন্ড

ওপার বাংলার নায়ক দেব অধিকারী বাংলাদেশের ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। গত ২৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন, যা উপলক্ষে বাংলাদেশের অনেক ভক্ত কেক কেটে উদযাপন করেছিলেন।
বিজ্ঞাপন
এই আবহেই নজরে এসেছে, দেশের কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী হঠাৎ দেবের পুরোনো এক হুডি পরতে শুরু করেছেন।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘পরাণ যায় জ্বলিয়া রে’-তে দেব যে লাল-সাদা হুডি পরেছিলেন, সেটিই নতুন করে তৈরি হয়ে এবার ঢাকার তারকাদের মধ্যে দেখা যাচ্ছে। তালিকায় আছেন অভিনেতা তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, ফররুখ আহমেদ রেহান এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।
বিজ্ঞাপন
বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ইমরুল জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি দেবের ভক্ত এবং সেই ভালো লাগা থেকেই তিনি ছবির ঐ আইকনিক হুডি নতুন করে তৈরি করেছেন। বড়দিন ও উৎসবের রঙিন আবহ তৈরি করতেই তার এই উদ্যোগ।
ইমরুল আরও জানান, তিনি সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করেন। নতুন ডিজাইনটি দেশের তারকাদের কাছে তৎক্ষণাৎ জনপ্রিয় হয়ে ওঠে। অভিনেতাদের মধ্যে অনেকেই দেবকে পছন্দ করেন, আর সেই ভালোবাসার প্রতিফলন এই হুডিতে দেখা যাচ্ছে।








