Logo

পোস্ট দেখে টাকা পাঠিয়েই বিপত্তি: প্রতারিত তামিল তারকা

profile picture
বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২২:৩১
8Shares
পোস্ট দেখে টাকা পাঠিয়েই বিপত্তি: প্রতারিত তামিল তারকা
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির করুণ আবেদন দেখে মুহূর্তেই মন গলেছিল তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারের। মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারছেন না অর্থাভাবে দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে পরে জানতে পারলেন, পুরো বিষয়টিই ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা।

বিজ্ঞাপন

এমন ঘটনাটি ঘটে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার)। সেখানে এক ব্যক্তি তার মৃত মায়ের ছবি পোস্ট করে সৎকার করার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। পোস্টটি নজরে আসতেই তিনি জিপি মাধ্যমে সে ব্যক্তিকে ২০ হাজার টাকা পাঠান।

টাকা পাঠানোর পর জি ভি প্রকাশ কুমার তার বন্ধুদের বিষয়টি জানালে তারা তাকে সতর্ক করে। অপরিচিত কাউকে এভাবে টাকা না দেওয়ার পরামর্শ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

বিজ্ঞাপন

পরবর্তীতে অভিনেতার নেটিজেনদের অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই ব্যক্তির মা আসলে ২০২২ সালেই মারা গেছেন। সেই পুরোনো ছবি ব্যবহার করেই তিনি দীর্ঘদিন ধরে মানুষের আবেগকে পুঁজি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক গণমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

অনেকে প্রকাশ কুমারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেও এখন পর্যন্ত এই অভিনেতা পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে জি ভি প্রকাশ কুমারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা সাধারণ মানুষকে অনলাইনে অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD