Logo

অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৯
3Shares
অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

নাটক ও ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা দিয়েও দীর্ঘদিন ধরেই আলোচনায় তিনি। এবার একটি মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নতুন লুক ও স্টাইলিশ উপস্থিতি দিয়ে আবারও নজর কাড়লেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মেহজাবীন নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন করলেন তিনি।

গত রাতে অনুষ্ঠিত বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন শুধু উপস্থিতই ছিলেন না, বরং চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননাও অর্জন করেন। পুরস্কার প্রাপ্তির এই আনন্দঘন মুহূর্তের পাশাপাশি তার উপস্থিতি ও সাজও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সন্ধ্যার দিকে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন মেহজাবীন। তাদের আগমনে সেখানে উপস্থিত অতিথিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের ফ্যাশন স্টেটমেন্টই আলাদা করে চোখে পড়ে।

অনুষ্ঠান শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, উজ্জ্বল কালো রঙের একটি লং গাউন পরেছেন মেহজাবীন। গাউনটির ওপরের অংশে টাই-আপ ডিটেইল তার লুকে যোগ করেছে আভিজাত্য ও আধুনিকতার মিশেল।

তার হেয়ারস্টাইল ও মেকআপও ছিল মানানসই ও পরিমিত। সাইড পার্ট করা চুল, নিচের দিকে হালকা কার্ল; মেকআপে গ্লসি ফিনিশ এবং ঠোঁটে ডার্ক শেডের লিপস্টিক তার পুরো লুককে আরও পরিপূর্ণ করেছে। কানে সাদা মুক্তার ইয়ারিংস ও হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এলিগ্যান্স আর আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’

বিজ্ঞাপন

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন মেহজাবীন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ আবার অনেকেই তাকে ‘গর্জিয়াস’, ‘স্টানিং’ বলে প্রশংসা করেন।

সব মিলিয়ে অভিনয়, পুরস্কার অর্জন আর স্টাইল—তিন দিক থেকেই বিএফডিএ অ্যাওয়ার্ড নাইটটি মেহজাবীনের জন্য হয়ে উঠেছে স্মরণীয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD