জাতি হারিয়েছে একজন অভিভাবক, অবদান চিরস্মরণীয় : হানিফ সংকেত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি শোকবার্তা পোস্ট করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও লিখেছেন, তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
হানিফ সংকেত শোকবার্তায় উল্লেখ করেন, আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
প্রসঙ্গত, খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু ঘটে। তাঁর প্রয়াণে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে নেত্রীকে স্মরণ করেছেন।
বিজ্ঞাপন








