Logo

খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে: পরীমনি

profile picture
বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৮
8Shares
খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে: পরীমনি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে।

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ আবেগঘন বার্তা দিয়ে এই নেত্রীকে স্মরণ করছেন। এর মধ্যে কাতারে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি চলে গেলেন! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে। দোয়া।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা এবং নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। লন্ডনে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরার সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও মানসিক চাপের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন।

গত ২৩ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ দশকের নেতৃত্ব দেওয়া খালেদা জিয়াকে জনগণ ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে সমাদৃত করেছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবিস্মরণীয় অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD