Logo

চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায় : মালাইকা আরোরা

profile picture
বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২০:১৬
1Shares
চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায় : মালাইকা আরোরা
ছবি: সংগৃহীত

বলিউডের আলো আর গ্ল্যামারের ছায়ার নিচে অনেক সময় থাকে চাপা পড়ে থাকা ব্যক্তিগত যন্ত্রণা। নব্বই দশকের জনপ্রিয় দম্পতি মালাইকা আরোরা ও আরবাজ খান দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে বিচ্ছেদের পথ বেছে নেন। আরবাজ বর্তমানে নতুন সংসার ও পিতৃত্বের সুখ ভোগ করছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা নিজের অতীত ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, কম বয়সে বিয়ে করা এবং সেই সংসার টিকিয়ে রাখার লড়াই তার জন্য মোটেই সহজ ছিল না।

মালাইকা বলেন, আমি চেয়েছিলাম আমার বিয়েটা যেন সারাজীবন টিকে যায়। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই নয় যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। জীবনে যা হওয়ার ছিল, তা-ই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।

বিজ্ঞাপন

তিনি আরও প্রকাশ করেছেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছে। মালাইকা ইঙ্গিত দিয়েছেন, অনেক সময় নিজের ব্যক্তিগত সিদ্ধান্তেও অন্যান্যদের হস্তক্ষেপ থাকতো। শ্বশুরবাড়ির খবরদারি ও চাপের কারণে অনেক ক্ষেত্রে তার ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো।

মালাইকার এই খোলাখুলি বর্ণনা পর্দার ওপারের কঠিন বাস্তবতার পরিচয় দেয়। এটি যেমন তার ব্যক্তিগত যন্ত্রণার প্রতিফলন, তেমনি দেখায়, কীভাবে গ্ল্যামার জীবনেও ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক শান্তি প্রায়শই সীমিত হতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD