দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা

দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমা। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বামী সানাউল্লাহ নূরে সাগর–এর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগর নিজেই।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের তথ্য প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান, দুজনের মধ্যে মানসিক দূরত্ব ও চিন্তা-ভাবনার অমিল তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিচ্ছেদ প্রসঙ্গে নিজের পোস্টে সাগর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটেছে। তিনি উল্লেখ করেন, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ও মানসিকতার পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সম্পর্কের এই পরিণতি হলেও একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বিচ্ছেদের পরও তাদের একমাত্র কন্যাসন্তানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সন্তানকে কেন্দ্র করেই ভবিষ্যতে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। সাগর লেখেন, সন্তানের মা হিসেবে সালমা তার কাছে সবসময় সম্মানিত থাকবেন এবং একজন শিল্পী হিসেবে তার প্রতি কৃতজ্ঞতাও তিনি আজীবন বহন করবেন।
একই সঙ্গে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে সাগর বলেন, জীবনের এই সংবেদনশীল সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য বা অনাকাঙ্ক্ষিত আলোচনা করে তাদের ব্যক্তিগত জীবনকে আরও কঠিন করে না তোলে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগেও পারিবারিক জটিলতার কারণে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে বিচ্ছেদে গড়ায়। পরে ২০১৮ সালে পেশায় আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সংগীতজগতে ব্যস্ততার মধ্যেও সংসার সামলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি।
লোকসংগীতে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও জনপ্রিয় গানের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সালমার ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।








