ধর্মেন্দ্রর ‘ইক্কিশ’ নিয়ে অমিতাভের বিশেষ আয়োজন

পর্দার ‘জয়-বীরু’র সেই কালজয়ী বন্ধুত্ব আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন। সেই বন্ধুত্বের আবেগ নিয়েই জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে বিশেষ আয়োজন করলেন অমিতাভ বচ্চন। উপলক্ষ—কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিশ’-এর প্রচারণা।
বিজ্ঞাপন
সম্প্রতি এই বিশেষ পর্বের একটি প্রমো প্রকাশ পেয়েছে, যেখানে প্রিয় বন্ধু ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগাপ্লুত হতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘ইক্কিশ’ ছবির প্রচারণায় অংশ নেন পরিচালক শ্রীরাম রাঘবন, অভিনেতা জয়দীপ অহলওয়াট এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে অমিতাভ বলেন, ইক্কিশ’ আমাদের সবার জন্য একটি অমূল্য সম্পদ। ধর্মেন্দ্র এমন একজন মানুষ, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিল্পের সাধনা করে গেছেন। তিনি শুধু আমার বন্ধু নন, আমার পরিবারের একজন সদস্য। ধর্মেন্দ্র কোনো একজন ব্যক্তি নন—তিনি একটি আবেগ। আর আবেগ কখনো হারিয়ে যায় না, তা সারা জীবন আমাদের সঙ্গে থাকে।
বিজ্ঞাপন
পরিচালক শ্রীরাম রাঘবন বলেন, ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়।
ইক্কিশ’ যদি তার ক্যারিয়ারের শেষ কাজ হয়ে থাকে, তবে সেটি আমার জীবনের অন্যতম বড় অর্জন, বলেন তিনি।
অভিনেতা জয়দীপ অহলওয়াটও ধর্মেন্দ্রর ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন, এত বড় মাপের তারকা হয়েও তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি সবার সঙ্গে খুব সহজেই মিশে যেতেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘ইক্কিশ’ সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি আবেগও তুঙ্গে, কারণ এটি হতে যাচ্ছে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ পর্দা-উপস্থিতি।








