নতুন বছরে তারকাদের প্রত্যাশা

হাজারো স্বপ্ন ও নতুন আশা নিয়ে শুরু হয়েছে ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই উৎসবের আবহে মেতে উঠেছেন শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা, পাশাপাশি তুলে ধরছেন নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশা।
বিজ্ঞাপন
কেউ ঘোষণা দিয়েছেন আসন্ন কাজের, কেউ আবার ফেলে আসা বছরের অভিজ্ঞতা পেছনে রেখে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে গেল বছরের স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২৫ সালকে ঘটনাবহুল উল্লেখ করে তিনি লিখেছেন, এই বছর তাকে শক্ত হতে, কৃতজ্ঞ থাকতে এবং নিজের মানসিক শান্তির গুরুত্ব বুঝতে শিখিয়েছে। ২০২৬ সালের প্রত্যাশা জানিয়ে বাঁধন বলেন, তিনি এমন একটি দেশের স্বপ্ন দেখেন, যেখানে সাধারণ মানুষ নিরাপদ থাকবে এবং তরুণদের কণ্ঠস্বর গুরুত্ব পাবে। নতুন বছরে তিনি ন্যায়বিচার, সুশাসন ও মানবিক নেতৃত্বের আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নতুন বছর উদযাপন করেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। স্বামী ও সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে তিনি স্মরণ করেছেন ২০২৫ সালের কঠিন সময়ের কথা। বিশেষ করে বাবাকে হারানোর বেদনাকে উল্লেখ করে পিয়া লেখেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারা কৃতজ্ঞ—কারণ পরিবার ও কাছের মানুষদের পাশে থাকতে পেরেছেন। নতুন বছরে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ আহমেদ। নববর্ষের শুভেচ্ছার সঙ্গে তিনি জানান, তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের নতুন পর্বগুলো শিগগিরই আসছে। ফেসবুকে দেওয়া তার ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়েছে।
সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি নতুন বছরের প্রত্যাশা প্রকাশ করেছেন হালকা রসিকতার ভঙ্গিতে। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২০২৬ সালে ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নেওয়ার ইচ্ছার কথা।
বিজ্ঞাপন
নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। লাইভে এসে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তদের মন্তব্যের জবাব দেন তিনি। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সংক্ষিপ্ত বার্তায় ২০২৬-কে স্বাগত জানান। পাশাপাশি চিত্রনায়িকা ফারিন খান ও অভিনেত্রী এলিনা শাম্মীও ছবি পোস্ট করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, নতুন বছরের আনন্দ উদযাপনের মধ্যেও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আতশবাজির শব্দদূষণ প্রসঙ্গে তিনি বলেন, শব্দ সবার জন্য আনন্দের নয়—ভালোবাসা ছড়িয়ে দেওয়াই হোক উদযাপনের মূল উদ্দেশ্য। একই সুরে সংগীতশিল্পী সাবরিনা পড়শীও অনুরোধ জানান, ক্ষণিকের আনন্দ যেন কারো কষ্টের কারণ না হয়। শিশু ও অসুস্থ মানুষের কথা বিবেচনা করে সংযতভাবে নতুন বছর উদযাপনের আহ্বান জানান তিনি।








