Logo

নতুন বছরে বড় চমকের ইঙ্গিত সিয়ামের— ‘পপকর্ন প্রস্তুত রাখুন’

profile picture
বিনোদন প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৩:০০
3Shares
নতুন বছরে বড় চমকের ইঙ্গিত সিয়ামের— ‘পপকর্ন প্রস্তুত রাখুন’
ছবি: সংগৃহীত

নতুন আশা আর স্বপ্ন নিয়ে শুরু হয়েছে ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই উৎসবমুখর শোবিজ অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা, পাশাপাশি তুলে ধরছেন ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গত বছরের অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করেন সিয়াম। তিনি লেখেন, বছরটির শুরুটা ছিল দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় ভরা। ঠিক তখনই বিনোদনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—মানুষকে বাস্তবতার চাপ থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি দেওয়া, হাসানো, কাঁদানো কিংবা কল্পনার অন্য এক জগতে নিয়ে যাওয়া।

গত বছরের আলোচিত সিনেমা ‘জংলি’ প্রসঙ্গে আবেগঘন অনুভূতির কথা জানান এই অভিনেতা। সিয়ামের ভাষায়, ঈদের সময়ে অসংখ্য মানুষ পরিবারসহ সিনেমাহলে এসে ছবিটি দেখেছেন। দর্শকদের হাসি-কান্না আর আন্তরিক প্রতিক্রিয়া তাঁকে ভীষণভাবে স্পর্শ করেছে। সিনেমাহলে বসে দর্শকদের আবেগময় মুহূর্তগুলো গোপনে দেখার সময় নিজের চোখও ভিজে উঠেছিল বলে উল্লেখ করেন তিনি। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না—এমনটাই মনে করেন সিয়াম।

বিজ্ঞাপন

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় স্বল্পদৈর্ঘ্যের ক্যামিও চরিত্র ‘আরমান মনসুর’ নিয়েও কথা বলেন তিনি। সিয়াম জানান, অল্প সময়ের উপস্থিতি হলেও দর্শকরা যেভাবে চরিত্রটিকে গ্রহণ করেছেন—মিম, পোস্টার, ভিডিও ম্যাশআপ কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন—তা তাঁর কাছে ভাষায় প্রকাশ করা কঠিন।

নিজের অভিনয় দর্শন প্রসঙ্গে সিয়াম লেখেন, একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে চ্যালেঞ্জ করাই তাঁর লক্ষ্য। দর্শকদের সামনে ভিন্নধর্মী চরিত্র ও নতুন গল্প তুলে ধরতে চান তিনি। গত বছরের দর্শকপ্রতিক্রিয়া তাঁকে বিশ্বাস করিয়েছে, সেই প্রচেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে।

বিজ্ঞাপন

নতুন বছরের পরিকল্পনার কথা জানিয়ে সিয়াম বলেন, এবার অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ২০২৬ সালে দর্শকদের জন্য আসছে নতুন নতুন চরিত্র ও ভিন্ন গল্প। তাঁর মতে, তিনি সিনেমায় কাজ করেন দর্শকদের জন্যই, আর দর্শকের ভালো লাগা-না লাগাই তাঁর সবচেয়ে বড় অর্জন।

সবশেষে ভক্তদের উদ্দেশে রোমাঞ্চকর বার্তা দিয়ে সিয়াম লেখেন, “সিনেমাহলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্নের বাক্সটা হাতের কাছে রাখুন—কারণ এবার পর্দায় আগুন দিতে আসছি।” সঙ্গে যোগ করেন তাঁর ‘বড় পরিবার’ দর্শকদের জন্য নতুন বছরের শুভেচ্ছা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD