Logo

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান

profile picture
বিনোদন প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৫:২৭
10Shares
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকেও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নজরুল ইসলাম খান কমিটির চেয়ারম্যান, অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সদস্যসচিব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর মনির খান সম্প্রতি বিএনপিতে সক্রিয় হয়েছেন। তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর দলে ফেরার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি ছাড়েন মনির খান। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি দলের সহ-সাংস্কৃতিক সম্পাদক ও জাসাসের সাধারণ সম্পাদক ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD