অভিনয়ে ৭ বছর পূর্ণ করলেন কেয়া পায়েল

ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তিনি অভিনয়ের সাত বছর পূর্ণ করেছেন। তার সর্বশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনের মধ্যে কোটি ভিউ অর্জন করেছে।
বিজ্ঞাপন
একটি সাক্ষাৎকারে কেয়া পায়েল জানান, ‘কোটিপতি’ নাটকের গল্প পড়ার সময় এতটা জনপ্রিয়তা পাবার আশা করেননি। তবে মনে হয়েছিল, এটি দর্শকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।
২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী নাট্যজগতে নিজের অবস্থান শক্ত করেছেন। সাত বছরের দীর্ঘ পথচলা নিয়ে কেয়া পায়েল বলেন, “বছরগুলো কেটে যাওয়ার মতো দ্রুত চলে গেছে। প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়েছি।”
বিজ্ঞাপন
দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন তিনি। কেয়া বলেন, “একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে প্রমাণ করতে হয়। কাজের মধ্য দিয়েই শিখতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত।”
বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। তিনি ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে কাজ করছেন। এছাড়া বেশ কয়েকটি একক নাটক ও বিজ্ঞাপনের কাজও হাতে রয়েছে। সামনে আসা ভালোবাসা দিবস এবং দুই ঈদকে কেন্দ্র করে তার কাজের তালে আরও বেড়ে যাওয়ার আশা করা হচ্ছে।








