Logo

বিয়ে করছেন সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৫:০৬
বিয়ে করছেন সুপারস্টার ধানুশ ও  অভিনেত্রী ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের সেই চুপিচুপি প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে । সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একত্রে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বিশেষ উষ্ণতা ভক্তদের মনে সন্দেহ পাকাপোক্ত করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মৌনতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ধানুশ ের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশ ের বয়সের পার্থক্য বিস্তর। সব বাধা পেরিয়ে অভিনেত্রী কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের ওপর নির্ভরশীল।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD