Logo

আয়াতুল কুরসি পাঠ করে প্যারালাইসিস থেকে মুক্তি পেয়েছি: গাঙ্গুয়া

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
13Shares
আয়াতুল কুরসি পাঠ করে প্যারালাইসিস থেকে মুক্তি পেয়েছি: গাঙ্গুয়া
ছবি: সংগৃহীত

‘আয়াতুল কুরসি পড়তে পড়তেই আমি প্যারালাইসিস থেকে মুক্তি পেয়েছি’ বলে মন্তব্য করেন খল অভিনেতা মোহাম্মদ পারভেজ চৌধুরী গাঙ্গুয়া।মঙ্গলবার (২৮ জুন) সকালে এফডি...

বিজ্ঞাপন

‘আয়াতুল কুরসি পড়তে পড়তেই আমি প্যারালাইসিস থেকে মুক্তি পেয়েছি’ বলে মন্তব্য করেন খল অভিনেতা মোহাম্মদ পারভেজ চৌধুরী গাঙ্গুয়া।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এফডিসির কালার ল্যাবের সামনে সাংবাদিকদের বলেন, ‍“আমি ব্রেন স্ট্রোক করেছিলাম ৫/৭ বছর আগে। আমি অসুস্থ ছিলাম। ২ বছর বিছানায় পড়ে ছিলাম। একটু কাত হওয়া না যায় না, সোজা হওয়া যায় না। তারপরও আবার কথাও বলতে পারতাম না।মুখটাও ব্যকা ছিলো। ডান পাশের সমস্ত কিছুই অবশ হয়েছিল। এক গ্লাস পানিও ধর‍তে পারতাম না। খাওয়া দাওয়া সকল কিছুই বিছানার মধ্যেই হতো।  খুব মনে হতো এ জীবনডা না রাখায় ভাল ছিলো। অনেক চিন্তা করতাম। কি করব। মাঝে মাঝে মনে চাইত যদি বাসার ছাদে ৮ তলায় উঠে  আত্মহত্যা করতে পরতাম ভালো হত। আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইতাম। তারপর সিদ্ধান্ত নিলাম নামাজ পড়ব। কিন্তু নামাজ পড়ব কিভাবে? বসতেও পারি না। একটু যদি যদি বসতে পারতাম তাহলে নামাজটা পড়তে পারতাম। তারপরও মনের মধ্যে আমি নিজে জল্পনা-কল্পনা শুরু করে দিলাম। আমি আয়াতুল কুরসি দোয়াটি পড়া শুরু করলাম। মনে করলাম এটাই আমার সঙ্গের সাথী। জীবনে কি ভুল করেছি, কোথায় ভুল করেছি এগুলো নিয়ে অনেক মাফ চাইতাম। আয়াতুল কুরসি পড়ার পর আমি এখন সুস্থ রয়েছি। চলচ্চিত্রেও কাজ করছি।”
 
আয়াতুল কুরসি পড়ার সিদ্ধান্তটা কিভাবে নিলেন প্রশ্নের জবাবে গাঙ্গুয়া বলেন, “আমি যদি কথা বলতে চাই তাহলে আমার মুখটাকে চালু রাখতে হবে। আর তা করতে আমাকে বাংলা পত্রিকা, ম্যাগাজিন পড়তে হবে। নিজে নিজে পড়তাম। হঠাৎ মনে হল আমি তো আরবী লেখার বাংলা উচ্চারণে কুরআন শরীফ বা আয়াতুল কুরসি পড়তে পারি। পরে এক লাইন দু লাইন করে আয়াতুল কুরসি পড়া শুরু করি। প্রতিদিন এভাবে পড়তাম। অনেক দিন পড়ে পড়ে আমি মুখস্থ করেছি। আমি যখন অসুস্থ ছিলাম সে সময় রাত-দিন আমার কাছে সমান ছিল।”

বিজ্ঞাপন

চলার পথে কী কী ভুল হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি জনবাণীকে বলেন, “আমার আব্বা বলে গিয়েছিলেন যখনি তোমার কাছে হজ করার মতো টাকা আসবে তখনি সবার আগে তুমি কিন্তু হজটা করে নিবা। কারণ ফরজ কাজ এটা। যদি তুমি করে নাও তাহলে কোন অভাব আসবে না। কিন্তু আমি এটা করিনি। ওই সময়ে কাজ কর্ম করি, ব্যবসা করি, ইইন্ডাস্ট্রিতে ডুকে যাই। নানা ভাবে পয়সা নষ্ট করি। খেয়াল আসে নাই যে, আমি আব্বার কথাটা রাখব। তারপর আমি ব্রেন স্ট্রোক করি।” 

ভক্তদের উদ্দেশে গাঙ্গুয়া বলেন, “আল্লাহ ও  রাসূল (সা.) এর ওপর সবাই ভরসা রাখুন। যতই বিপদ আসুক না কেন আল্লাহ অবশ্যই উদ্ধার করবে। আমার জন্য সবাই দোয়া করবেন।”

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD