২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই মশাবাহিত রোগে প্রাণ হারিয়েছে ২০২ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (২ অক্টোবর) বুলেটিন অনুযায়ী, মৃত দুইজনের একজন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মৃতদের বয়স যথাক্রমে ২৭ এবং ১৬ বছর।
একই সময়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,৮২৮ জন।
বিজ্ঞাপন
এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।