দেশজুড়ে ডেঙ্গুর থাবা, আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সারাদেশে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।
বিজ্ঞাপন
সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে গত একদিনে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকার বাইরে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে ৬৫৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৪৫৯ জন।
চলতি বছরের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে ২৭৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয়। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩) ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের, যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও মশক নিধনে দুর্বল উদ্যোগের কারণে এডিস মশার প্রজনন বেড়ে গেছে। তারা দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে নভেম্বরের শেষ নাগাদ ডেঙ্গুর বিস্তার আরও না বাড়ে।








