আসামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

ইট ভাটার এনওসি দেওয়ার জন্য অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর শেখকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়
বিজ্ঞাপন
আসামে লাটমন্ডলকে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেছে ডিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিদপ্তর (ভিএডি)।
গ্রেফতারকৃতরা হলেন, আসামের মরিগাঁওয়ের ভূরাগাঁও চক্রের লাটমন্ডল জালাল উদ্দিন শেখ এবং শিবসাগরের নাজিরা রাজস্ব সার্কলের লাটমন্ডল দিগন্ত বরুয়া।
বিজ্ঞাপন
ইট ভাটার এনওসি দেওয়ার জন্য অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর শেখকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ম্যাপ ও জমির হোল্ডিং নম্বর সার্টিফিকেট ইস্যু করার জন্য অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার পরপরই নাজিরা রাজস্ব সার্কলের লাটমন্ডল শিবসাগরের দিগন্ত বরুয়াকে লাল হাতে আটকে দেয়।
বিজ্ঞাপন
পুলিশ ২ লাট মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/