Logo

১২ কোটি টাকা খরচে অভিনেত্রীর মতো চেহারা, বিপদে তরুণী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:১৪
2Shares
১২ কোটি টাকা খরচে অভিনেত্রীর মতো চেহারা, বিপদে তরুণী
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত চীনা অভিনেত্রী ফেন বিংবিং–এর মতো চেহারা বানাতে প্লাস্টিক সার্জারিতে প্রায় ৮ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) ব্যয় করেছেন চীনের তরুণী হি চেংসি। কিন্তু কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পেলেও শেষ পর্যন্ত সেই চেহারাই তার জীবনে ডেকে এনেছে বিপর্যয়।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফেন বিংবিংয়ের জীবনধারা ও সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিলেন হি চেংসি যে, শুধু নিজের মুখ নয়—নিজের তৎকালীন প্রেমিকের চেহারাও সার্জারির মাধ্যমে অভিনেত্রীর প্রেমিকের মতো করে তুলেছিলেন।

হি চেংসি সংবাদমাধ্যমটিকে বলেন, আমি শুধু ফেন বিংবিংয়ের মতো দেখতে হতে চাইনি, আমি তার মতোই হতে চেয়েছিলাম।

বিজ্ঞাপন

এক সময় চীনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন ৪৪ বছর বয়সী ফেন বিংবিং। অনন্য সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তাই হি চেংসিকে প্রভাবিত করে।

২০০৮ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৩৭ বার মুখে সার্জারি করান হি চেংসি। প্রথমদিকে তার বাবা-মা এতে রাজি না হলেও আত্মহত্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করেন বলে জানান তিনি।

২০১৬ সালে ফেন বিংবিংয়ের মতো চেহারা হওয়ার পর হি চেংসি সামাজিক মাধ্যমে ভাইরাল হন। সে বছর একটি জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নাটক ও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

বিজ্ঞাপন

যেসব চিকিৎসক তার সার্জারি করেছিলেন, তাদের একজন শি শিয়াওকুয়ান–এর সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান হি। পরে তারা দুজন মিলে বিভিন্ন অনুষ্ঠানে ‘ফেন বিংবিংয়ের নকল সংস্করণ’ হিসেবে উপস্থিত হতে থাকেন।

তবে ২০১৮ সালে আসল অভিনেত্রী ফেন বিংবিং কর ফাঁকি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এর জেরে চীনে দীর্ঘদিন তার ওপর কাজের নিষেধাজ্ঞা জারি হয়। এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়ে হি চেংসির জীবনেও।

ফেন বিংবিংয়ের মতো চেহারার কারণে হি চেংসিকেও এক ধরনের সামাজিক ঘৃণার মুখে পড়তে হয়। আগের মতো আর অভিনয়ের প্রস্তাব পাননি তিনি। একপর্যায়ে শোবিজ ছেড়ে ফ্যাশন ডিজাইনিংয়ে যুক্ত হন।

বিজ্ঞাপন

অভিনেত্রীর জনপ্রিয়তার পতনের সঙ্গে সঙ্গে নিজের পরিচিতিও সংকটে পড়ে—এ অভিজ্ঞতাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করছেন হি চেংসি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD