Logo

আইপিএল নিলামে ৭৭ ক্রিকেটার, কোন সেটে কারা থাকছেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২১:১৪
2Shares
আইপিএল নিলামে ৭৭ ক্রিকেটার, কোন সেটে কারা থাকছেন
ছবি: সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএল নিলাম, যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। নিলামে নাম রয়েছে ৩৫০ ক্রিকেটারের, যার মধ্যে ১৬ জন ভারতীয় জাতীয় দল, ৯৬ জন বিদেশি জাতীয় দল খেলোয়াড়, ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার এবং ১৪ জন অনভিষিক্ত বিদেশি রয়েছেন।

বিজ্ঞাপন

এই নিলামে ক্রিকেটারদের জন্য মোট আটটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম মূল্য অনুযায়ী: ক্যাটাগরি ১: ৪০ জন, ন্যূনতম মূল্য ২ কোটি রুপি, ক্যাটাগরি ২: ৯ জন, ন্যূনতম মূল্য ১.৫ কোটি রুপি, ক্যাটাগরি ৩-৮: যথাক্রমে ১.২৫ কোটি, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপির ন্যূনতম মূল্য

নিলামের প্রথম পাঁচটি সেটে রয়েছেন প্রথম সারির ক্রিকেটাররা: ব্যাটারদের সেট: ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার, পৃথ্বী শ

অলরাউন্ডারদের সেট: গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার, রাচিন রবীন্দ্র

বিজ্ঞাপন

উইকেটরক্ষকদের সেট: ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লা গুরবাজ, জেমি স্মিথ

জোরে বোলারদের সেট: জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে, মাথিশা পাথিরানা

স্পিনারদের সেট: রবি বিশ্নোই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান, মাহিশ থিকশানা

বিজ্ঞাপন

নিলামে বিশেষ নজর থাকবে প্রথম পাঁচটি সেটের ক্রিকেটারদের উপর।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD