Logo

ঘন কুয়াশা: দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৪, ২৩:২১
55Shares
ঘন কুয়াশা: দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত
ছবি: সংগৃহীত

স্থানীয় বিমানবন্দর থেকে দেরিতে উড্ডয়ন, অপর বিমানবন্দরে অবতরণ ও ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

ভারতের দিল্লিতে কয়েক দিন ধরে ঘন কুয়াশা থাকায়  প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে। 

স্থানীয় বিমানবন্দর থেকে দেরিতে উড্ডয়ন, অপর বিমানবন্দরে অবতরণ ও ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (১৫ জানুয়ারি)  উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি।

বিজ্ঞাপন

দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে ইতোমধ্যে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে, বরাবরের মতো দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব।

বিজ্ঞাপন

একই ধরনের কুয়াশার কারণে রবিবার (১৪ জানুয়ারি)  দিল্লিতে ফ্লাইট ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ছিল শূন্য। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD