Logo

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুর সংখ্যা

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৪, ০৩:৩৮
148Shares
ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুর সংখ্যা
ছবি: সংগৃহীত

তবে জনসংখ্যার মিশ্রণে জৈন ও ফার্সিদের সংখ্যা হ্রাস পেয়েছে

বিজ্ঞাপন

পার্শ্ববতী দেশ ভারতে সংখ্যালঘু জনসংখ্যা বেড়েছে, আর হিন্দুদের সংখ্যা কমছে। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। এতে দেখা গেছে, ভারতে হিন্দুদের সংখ্যা ৮ শতাংশ কমেছে।

বুধবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দি ইকোনোমিক টাইমস।

বিজ্ঞাপন

ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টারের (ইএসি-পিএম) একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের (সনাতন) জনসংখ্যার হার ৭ ধশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে বেশ কয়েকটি প্রতিবেশী দেশে তাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনসংখ্যা বেশ বেড়েছে।

বিজ্ঞাপন

ভারতে হিন্দুদের সংখ্যা কমলেও বেঁড়েছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখসহ সংখ্যালঘুদের অংশ। তবে জনসংখ্যার মিশ্রণে জৈন ও ফার্সিদের সংখ্যা হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন

১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৪৩ দশমিক ১৫ শতাংশ, খ্রিস্টান বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ, শিখ বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ এবং বৌদ্ধদের সংখ্যা কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

ইএসি-পিএম সমীক্ষা অনুসারে দেখা গেছে, ভারতের জনসংখ্যায় হিন্দুদের অংশ ১৯৫০ সালে ৮৪ শতাংশ থেকে কমে ২০১৫ সালে ৭৮ শতাংশ হয়েছে, আর যেখানে মুসলমানদের সংখ্যা একই সময়কালে (৬৫ বছরের) ৯ দশমিক ৮৪ শতাংশ থেকে বেঁড়ে ১৪ দশমিক ০৯ শতাংশতে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ভারতে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হ্রাস ৭ দশমিক ৮ শতাংশ নিকটবর্তী প্রতিবেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উল্লেখযোগ্য হ্রাস, মিয়ানমারের ঠিক পরেই অবস্থান।

বিজ্ঞাপন

ভারতে সংখ্যালঘুরা বেশ সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, অনেক উন্নতি করেছে বলেও এই রিপোর্টে বলা হয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD