Logo

কুমিরের সাথে লড়াই করে বোনকে বাঁচালো তরুণী, পাচ্ছেন রাজকীয় সম্মাননা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০৫:০১
165Shares
কুমিরের সাথে লড়াই করে বোনকে বাঁচালো তরুণী, পাচ্ছেন রাজকীয় সম্মাননা
ছবি: সংগৃহীত

সে সময় তার বোন মেলিসাকে আক্রমণ করেছিল দৈত্যাকার একটি কুমির

বিজ্ঞাপন

বিশাল দৈত্যাকার কুমিরের সাথে লড়াই করে নিজের জমজ বোনকে বাঁচানো এক ব্রিটিশ তরুণীকে রাজকীয় সম্মাননা প্রদান করতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস।

গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ৩১ বছর বয়সী তরুণী জর্জিয়া লোরি ২০২১ সালে তার জমজ বোন মেলিসা লোরির সাথে মেক্সিকোতে বেড়াতে গিয়েছিলেন। সে সময় তার বোন মেলিসাকে আক্রমণ করেছিল দৈত্যাকার একটি কুমির। তখন নিজের জীবনের কথা চিন্তা না করে ওই কুমিরটিকে ঘুষি মেরে নিজের বোনকে বাঁচিয়েছিলেন ওই তরুণী।

বিজ্ঞাপন

আর ওই বীরত্বের জন্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ‘বেসামরিক বীরত্ব’ ক্যাটগরিতে তাকে সম্মাননা জানাতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেলিসা ও জর্জিয়া মেক্সিকোর পুয়ের্তো এসকোনদিদোর একটি অগভীর হ্রদে সাঁতার কাটছিলেন। তখন বোন মেলিসাকে একটি কুমির টেনে পানির নিচে নিয়ে যায়। তখন জর্জিয়া হঠাৎ করে দেখতে পান তার বোন অজ্ঞান অবস্থায় এবং উল্টো হয়ে পানির ওপরে ভেসে আছে।

বিজ্ঞাপন

এরপর জর্জিয়া দ্রুত সেখানে পৌছে তার বোনকে নৌকায় উঠানোর চেস্টা করেন। তখন কুমিরটি পুণরায় আক্রমণ করে বসে। ঠিক সে সময়ই তিনি কুমিরটিকে মাথায় একাধিক ঘুষি মারেন এবং তার বোনকে নৌকায় তুলতে সক্ষম হন।

বিজ্ঞাপন

কুমিরের হামলায় মেলিসা এতটাই আহত হয়েছিলেন যে কোমায় চলে যান তিনি। তবে শেষ পর্যন্ত বেঁচে যান মেলিসা।

বিজ্ঞাপন

মেলিসার হাতের কব্জিতে বড় ক্ষতের সৃষ্টি হয়। তার পেটে কামড়ের বড় বড় দাগ ছিল। এছাড়াও তার পায়ের পাতাতে ক্ষতের সৃষ্টি হয়। অপরদিকে কুমিরটি জর্জিয়ার হাতেও কামড় দেয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD