Logo

বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৪, ২২:২৪
39Shares
বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

নির্বাচনের বছর আসায় বাইডেন এমন ঘোষণা দিলেন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকায় বসবাস করা যেসব মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর বৈধ কাগজপত্র নেই, তাদের জন্য নাগরিকত্বের একটি পথ খুলে দেয়া হয়েছে ৷সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণহারে প্রত্যাবাসন পরিকল্পনার সম্পূর্ণ উলটো পদক্ষেপ এটি ৷ওয়াশিংটনে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন প্রোগ্রামের আওতায় ১৭ জুন পর্যন্ত কমপক্ষে দশ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ কাগজপত্র দেয়া হবে৷

এছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার শিশুকেও বৈধ কাগজপত্র দেয়া হবে যাদের বাবা-মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক ৷তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না। নির্বাচনের বছর আসায় বাইডেন এমন ঘোষণা দিলেন ৷একইসাথে তিনি ট্রাম্পের নীতি ও অভিবাসী পরিবারগুলোর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের সমালোচনা করেন ৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বাইডেন এর আগে ট্রাম্পের মতোই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন ৷তার সময়ে রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেফতার হয়েছেন ৷ট্রাম্পের মতো তিনিও আশ্রয় আবেদনের নীতি কঠোর করেছেন। ট্রাম্প শিবির বাইডেনের এই ঘোষণার বিরোধিতা করেছে ৷তাদের প্রচারণা শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট বাইডেনের নতুন কর্মসূচিকে অ্যামনেস্টি বলে অভিহিত করেছেন ৷

বলেছেন, এটি অবৈধ অভিবাসনের আরেকটি আমন্ত্রণ ৷টেক্সাস গভর্নর গ্রেগ আবোট ও অন্য রিপাবলিকান নেতারাও এই উদ্যোগের বিরোধিতা করেছেন ৷তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ ওব্রাডর সিদ্ধান্তের প্রশংসা করেছেন ৷

বিজ্ঞাপন

বাইডেন দাবি করেছেন, তার এই ঘোষণা ৭০ ভাগ আমেরিকান সমর্থন করেন ৷

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD