Logo

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে কানাডার সমর্থন

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ২৪:০৩
126Shares
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে কানাডার সমর্থন
ছবি: সংগৃহীত

শ‌নিবার (১০ আগস্ট) এ তথ্য জানায় ঢাকায় নিযুক্ত কানা‌ডিয়ান হাইক‌মিশন

বিজ্ঞাপন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে কানাডা।

শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃ‌তিতে এ সমর্থনের কথা জানায় দেশটি। শ‌নিবার (১০ আগস্ট) এ তথ্য জানায় ঢাকায় নিযুক্ত কানা‌ডিয়ান হাইক‌মিশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বিবৃ‌তিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানা‌ন।

তিনি বলেন, বাংলাদেশে চলমান সংকটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপা‌শি শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।

বিজ্ঞাপন

মেলানি জোলি আরও বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা।

বিজ্ঞাপন

মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়।

বিজ্ঞাপন

মতপ্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতিও আহ্বান জানায় দেশটি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD