Logo

ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে দুর্ঘটনায় ৪০ মুসল্লির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৩১
163Shares
ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে দুর্ঘটনায় ৪০ মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লির

বিজ্ঞাপন

১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল মুসল্লি। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা সামিনাকা শহরে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

আয়োজকদের একজন গণমাধ্যমকে জানান, যাত্রাকালে তাদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। দেশটিতে ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তার ব্যাপারে উদাসীন। একইভাবে কর্তৃপক্ষ আইন প্রয়োগের বিষয়ে অত্যন্ত শিথিল।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

রাজ্যের জরুরি পরিষেবার এক কর্মকর্তা  গণমাধ্যমকে জানান, সকাল বেলা নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। অপরদিকে আয়োজকদের একজন আহমাদ দাইয়াবু বিবিসিকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাচ্ছিলেন। পথে লেরে শহরে পৌঁছানোর সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসে ৭১ জন যাত্রী ছিলেন। বাসটিদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।

বিবিসি বলছে, সরকারি তথ্যানুসারে, নাইজেরিয়ায় ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৭০ জন নিহত হয়েছেন। এ হিসাব অনুসারে দেশিটিতে গড়ে ১৬ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD