ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪


ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা
সেনাপ্রধান হারজি হালেভি। সংগৃহীত ছবি

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলেরসেনাপ্রধান হারজি হালেভি। এনিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন। খবর আনাদুলু এজেন্সি।


এ বছরের ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


মূলত গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায়ে নিয়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইসরায়েলি টেভিলিশন ট্যানেল ১২ তে বলা হয়েছে, এ বছরের শেষেই সেনাপ্রধান প্রদত্যাগ করবেন।


আরও পড়ুন: পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করল ভারত


ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।


আরও পড়ুন: পরিস্থিতির কারণে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম: ফাতিমা


সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেন। গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।


গত ৩ মাসে ইসরায়েল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।


জেবি/এসবি