Logo

পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:৫৩
419Shares
পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করল ভারত
ছবি: সংগৃহীত

পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ন্যূনতম রফতানিমূল্য (এমইপি) প্রত্যাহার করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

কৃষকদের আয় বৃদ্ধিতে পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য (এমইপি) প্রত্যাহার করেছে ভারত সরকার। দেশটিতে শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের আয় বৃদ্ধিতে এই সিদ্ধান্ত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞাপন

এতে বলা, পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ন্যূনতম রফতানিমূল্য (এমইপি) প্রত্যাহার করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এ বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সরকার পেঁয়াজ রফতনির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সে সময় পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য প্রতি টনে ৫৫০ ডলার বেঁধে দেয় সরকার।

বিজ্ঞাপন

ভারতীয় পেঁয়াজ রফতানিকারকরা জানায়, জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি ৫০ শতাংশেরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে। কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম ৫৫০ ডলার রপ্তানিমূল্য এবং ৪০ শতাংশ রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ২ লাখ ৬০ হাজার টন পেঁয়াজ রফতানি করেছে ভারত। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ লাখ ১৭ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল দেশটি।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD