Logo

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫
85Shares
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ

বিজ্ঞাপন

২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই তালিকার শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য তুলে ধরা হয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১৮ সাংবাাদিক নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং দু’জন সাংবাদিক নিহত হয়েছেন লেবাননে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর  পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে মেক্সিকো ও বাংলাদেশে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া, সারা বিশ্বে এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন ৫৫ জন সাংবাদিক। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি  ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন ২০২৪ সালে। নতুন করে এই তালিকায় এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন চারজন।

সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীণ রয়েছে যে তিন দেশে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD