Logo

গাজায় মৃত্যু ঝড়, নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩
35Shares
গাজায় মৃত্যু ঝড়, নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি অভিযানে মোট প্রাণহানি দাঁড়াল ৬৫ হাজার ৬২ জনে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ ও ৩৮৫ জন আহতকে আনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫ হাজার ৬২ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।

গাজায় উপত্যকা আটকে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রচেষ্টায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরাইল ও হামাস। কিন্তু ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় অভিযান শুরু করে ইসরাইল। সে সময় থেকে এ পর্যন্ত ৫ মাসে গাজায় নিহত হয়েছেন ১২ হাজার ৫১১ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ৬৫৬ জন।

গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে প্রথম গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা এবং তারপর থেকে নিয়মিতই এটি ঘটছে।

বিজ্ঞাপন

গাজায় খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া মানুষদের ওপরও গুলি চালাচ্ছে ইসরাইলি সেনারা। বুধবার এমন হামলায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন আরও ৮৭ জন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত এ ধরনের হামলায় মোট নিহত হয়েছেন ২ হাজার ৫০৪ জন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৩৪৮ জন।

এছাড়া গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ সীমিত করেছে ইসরাইলি বাহিনী। ফলে খাদ্যাভাব ও অপুষ্টি তীব্র হয়ে উঠেছে সেখানে। বুধবার খাদ্য ও অপুষ্টিজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে গাজায়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় দু’বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩২ জনের; তাদের মধ্যে ১৪৬ জনই শিশু।

গাজায় অব্যাহত হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার আহ্বান জানিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও চলছে। তবে এসব আহ্বান উপেক্ষা করেই গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গাজায় মৃত্যু ঝড়, নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল