৫০ কোটি ডলারের উন্নত মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতে ইরানের হাতে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের উন্নতমানের মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে দেখা যায়, তেল আবিবকে সামরিক সহায়তা দিতে গিয়ে ওয়াশিংটনকে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।
ইসরাইলের একটি গণমাধ্যমও জানিয়েছে, পেন্টাগনের সাম্প্রতিক বাজেট প্রতিবেদনে উল্লেখ আছে—গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলের হয়ে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সামরিক বিষয়ক সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন ও বিজনেস ইনসাইডার জানায়, পেন্টাগন ৪৯৮ মিলিয়ন ডলারের একটি জরুরি তহবিলের আবেদন করেছে, যা দিয়ে ধ্বংস হওয়া থাড ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি
নথি অনুসারে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এগুলো প্রতিস্থাপনের জন্য নতুন বাজেট বরাদ্দ কংগ্রেসের অনুমোদন ছাড়া সম্ভব নয়।