Logo

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন ফি, বিপাকে ভারতীয়রা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮
8Shares
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন ফি, বিপাকে ভারতীয়রা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা (এইচ-১বি) ফি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্তে ভারত উদ্বেগ জানিয়েছে। নয়াদিল্লির মতে, হঠাৎ করে এত বড় অঙ্কের ফি বসানো হলে পরিবারে অস্থিরতা তৈরি হতে পারে এবং মানবিক প্রভাবও পড়বে।

বিজ্ঞাপন

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন, আগে যা নেওয়া হতো তার তুলনায় প্রায় ৬০ গুণ বেশি অর্থাৎ নতুন ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি কার্যকর হবে ২১ সেপ্টেম্বর থেকে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর, কারণ যুক্তরাষ্ট্রে ইস্যু হওয়া এই ভিসার প্রায় ৭০ শতাংশই যায় ভারতীয়দের হাতে।

ফি বাড়ানোর খবরের পর মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের সতর্ক করেছে— যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করলে দ্রুত ফিরে আসতে বা প্রয়োজনে দেশ থেকে বাইরে না যেতে। তবে হোয়াইট হাউস বলেছে, নতুন ফি শুধু নতুন আবেদনকারীদের জন্য; পুরোনো ভিসা বা নবায়নের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের দক্ষ কর্মী বিনিময় তাদের সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে। তাই পারস্পরিক স্বার্থের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দিল্লি। যদিও ভারতের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিক্রিয়ার কোনো ঘোষণা আসেনি।

এদিকে সম্প্রতি রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করায় বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতে রপ্তানি করেছে প্রায় ৪১.৫ বিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে দ্বিগুণের বেশি—৮৭.৩ বিলিয়ন ডলার।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আগামী সোমবার ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য আলোচনা করতে। দেশটির প্রধান বাণিজ্য সংগঠন ন্যাসকমের মতে, এত অল্প সময়ে এত বড় পরিবর্তন আন্তর্জাতিক ব্যবসা, পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান এইচ-১বি ভিসার অপব্যবহার করছে, যার ফলে স্থানীয় শ্রমবাজারে মজুরি কমে যাচ্ছে এবং চাকরি আউটসোর্স হচ্ছে। তবে জাতীয় স্বার্থে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখ এইচ-১বি ভিসা অনুমোদিত হয়েছে, যার মধ্যে নবায়ন ছিল দুই লাখ ৬০ হাজার।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD