ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে একসঙ্গে তিনটি বড় শক্তিধর দেশ—যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
রবিবার (২১ সেপ্টেম্বর) ধারাবাহিকভাবে তারা এ ঘোষণা দেয়।
প্রথমে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া একই সিদ্ধান্ত জানায়। আর সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, “শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে কার্যকর করতে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।”
বিজ্ঞাপন
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি উল্লেখ করেন, “কানাডা বিশ্বাস করে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। সেই লক্ষ্যেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিল কানাডা ও অস্ট্রেলিয়া। তবে নির্ধারিত সময়ের আগেই তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করল। যুক্তরাজ্যও গত জুলাইয়ে ইঙ্গিত দিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতি না এলে তাদের অবস্থান পাল্টাবে।
এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এ ধরনের পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।” তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা মনে করছেন, এ সিদ্ধান্ত শান্তি আলোচনার জন্য আশা বাঁচিয়ে রাখবে এবং এটি নৈতিক দায়িত্বও।
বিজ্ঞাপন
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম