Logo

রাতভর প্রবল বৃষ্টিতে ডুবল কলকাতা, পাঁচজনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯
6Shares
রাতভর প্রবল বৃষ্টিতে ডুবল কলকাতা, পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। রাতভর বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে যায়। বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। নিম্নাঞ্চলের বহু এলাকায় ঘরে পানি ঢুকে পড়ায় অসংখ্য পরিবার বিপাকে পড়েছে। যানজট, মেট্রো ও উপকণ্ঠের রেলসেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।

কলকাতা পৌরসভার পরিসংখ্যান অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে এক রাতে ৩৩২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ও পূর্ব কলকাতাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপই এই অস্বাভাবিক বর্ষণের কারণ। সামনে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

দুর্গাপূজা শুরু হওয়ার আগেই এই পরিস্থিতি শহরজুড়ে দুশ্চিন্তা তৈরি করেছে। মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হলেও বৃষ্টিতে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীর যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।

অবিরাম বর্ষণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিলম্বিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস আগেভাগে যাচাই করার পাশাপাশি বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে।

এক রাতের প্রবল বর্ষণে কলকাতা শহর কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রাণহানি, যানজট ও যাতায়াতের বিঘ্নের পাশাপাশি উৎসবের আমেজেও নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD