Logo

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২০
7Shares
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও পাঁচটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিজ্ঞাপন

ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধানকে কেন্দ্র করে আয়োজিত এই বৈঠকে দেশগুলোর নেতারা একযোগে এই ঘোষণা দেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, “এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে।”

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে “ঐতিহাসিক সিদ্ধান্ত” আখ্যা দেন। অন্যদিকে বেলজিয়াম জানায়, এই পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

একই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, “আজ আমি ঘোষণা করছি— ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটাই একমাত্র সমাধান, যা ইসরাইলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।”

বিজ্ঞাপন

তিনি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য ও সান মারিনোর প্রশংসা করেন। ম্যাক্রোঁর মতে, এই স্বীকৃতি কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে। একই সঙ্গে তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ এক বৈঠকের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ সম্মেলনে অংশ নেয়নি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ