মোদি আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন, দেশে চলছে নানা জল্পনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর অফিসের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। তবে ভাষণের বিষয় এখনও জানানো হয়নি।
বিজ্ঞাপন
ভারতের সংবাদমাধ্যমগুলো মনে করছে, মোদি হয়তো পণ্য ও সেবা কর (জিএসটি) নিয়ে কথা বলবেন। সরকারের সাম্প্রতিক কর সংস্কারে রান্নার জিনিসপত্র, ইলেকট্রনিক পণ্য, ওষুধ ও অটোমোবাইলের যন্ত্রাংশসহ ৩৭৫টি পণ্যের কর কমানো হয়েছে। তবে কিছু বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। এসব পরিবর্তন আগামী সোমবার থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশি ইলিশের দাম আকাশছোঁয়া
এছাড়া মোদি যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে বৃদ্ধি সংক্রান্ত বিষয়েও মন্তব্য করতে পারেন। এই সিদ্ধান্ত ভারতের শ্রমশক্তি ও শিক্ষিত কর্মীদের ওপর প্রভাব ফেলবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মোদি সর্বশেষ ১২ মে ভাষণ দেন। তখন তিনি পাকিস্তানে পরিচালিত সামরিক অভিযানের তথ্য সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করেছিলেন।
সূত্র: দ্য উইক