Logo

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ১০০০ শিক্ষার্থী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৯
43Shares
ইন্দোনেশিয়ায় স্কুলের খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ১০০০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে বিনামূল্যে দেওয়া খাবার খেয়ে বিষক্রিয়ার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে দেশটির বেসরকারি সংস্থাগুলো এই কর্মসূচি স্থগিত করার বিশেষ আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট প্রাবোওর উদ্যোগে শুরু হওয়া এই উচ্চাভিলাষী প্রোগ্রামে প্রায় ৮ কোটি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের পরিকল্পনা ছিল। তবে বাস্তবে খাবারের মান ও তদারকি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

পশ্চিম বান্দুংয়ে সোমবারের মধ্যাহ্নভোজের পর ৪৭০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর বুধবার পশ্চিম বান্দুং এবং সুকাবুমি অঞ্চলে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দেয়, যেখানে কমপক্ষে ৫৮০ শিশু অসুস্থ হয়। ছোট হাসপাতালগুলো এই অবস্থায় অসুস্থ শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে।

গভর্নর জানান, রান্নাঘরগুলো স্কুল থেকে অনেক দূরে অবস্থিত এবং অনেক শিক্ষার্থীকে খাবার পৌঁছে দেওয়ার জন্য খাবারকে গরম অবস্থায় প্যাকিং করা হয়েছিল, যা খাবারের নষ্ট হওয়ার কারণ হয়েছে।

বিজ্ঞাপন

ন্যাশনাল নিউট্রিশন এজেন্সির প্রধান দাদান হিন্দায়ানা জানান, বিষক্রিয়াযুক্ত রান্নাঘরগুলো বন্ধ করা হয়েছে। থিংক ট্যাঙ্ক নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে দেশব্যাপী অন্তত ৬,৪৫২ জন শিশু এই কর্মসূচির খাবার গ্রহণের পর অসুস্থ হয়েছে।

স্থানীয় সরকার পশ্চিম বান্দুং অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে, এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ অসুস্থ শিক্ষার্থীদের সেবা ও তদারকি বৃদ্ধির জন্য তৎপর রয়েছে। সূত্র: রয়টার্স।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD