Logo

বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১২
15Shares
বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী দিনে গুরুত্ব পায় গাজা-ইসরায়েল যুদ্ধের ইস্যু।

বিজ্ঞাপন

এ যুদ্ধ নিয়ে কথা বলেন বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে মন্তব্য করেন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে। এছাড়া তিনি তার বক্তব্য শেষ করেন হিব্রু শব্দ ‘সালোম’ বলে। যার অর্থ শান্তি। তার এ কথায় অবাক হয়েছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা।

ওইদিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পেতে হবে। তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তখনই আমরা সত্যিকারের শান্তি পাব।”

বিজ্ঞাপন

ইসরায়েলি এক কর্মকর্তা মাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে আমরা অবাক হয়েছি।

সুবিয়ান্তো ওইদিন জাতিসংঘে আরও বলেন, “(শান্তির) একমাত্র সমাধান হলো— ইব্রাহিমের বংশধর—আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে।”

“ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”— যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল যখনই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে; এর সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD