সোনম ওয়াংচুক গ্রেপ্তার, লাদাখে ইন্টারনেট পরিষেবা বন্ধ

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন তীব্র হওয়ার পর বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই অঞ্চলটির রাজধানী লেহতে ইন্টারনেট সেবা স্থগিত করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানিয়েছে।
গত বুধবার লেহতে বড় ধরনের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৯০ জন আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, ওয়াংচুক বিক্ষোভে উস্কানি দিয়েছেন; তবে তিনি এই অভিযোগ নাকচ করেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ১০ সেপ্টেম্বর থেকে তিনি অনশনে বসেছিলেন লাদাখকে রাজ্যের মর্যাদা প্রদান ও ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে। টানা ১৫ দিন পর ২৪ সেপ্টেম্বর সেই অনশন শেষ করেন তিনি।
গত কয়েক বছরে স্থানীয় সংগঠনগুলোর নেতৃত্বে লাদাখবাসী শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে সাংবিধানিক সুরক্ষা এবং স্বশাসিত সরকারের দাবি জানিয়ে আসছে। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার অঞ্চলটির বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে সরাসরি ফেডারেল প্রশাসনের অধীনে আনে। এরপর থেকেই স্থানীয় জনগণ নির্বাচিত সরকারের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে।
বিজ্ঞাপন
ওয়াংচুক গ্রেপ্তারের আগে এক বিবৃতিতে জানান, দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের উদাসীনতায় হতাশ হয়ে কিছু তরুণ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে গিয়ে উত্তেজিত হয়ে ওঠে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মোদি সরকার একতরফাভাবে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে। কাশ্মীর রাজ্যটি ভাগ হয়ে যায় জম্মু, কাশ্মীর উপত্যকা এবং লাদাখে। বর্তমানে লাদাখে মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠী প্রায় সমান হারে বসবাস করে।