Logo

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২৮
28Shares
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে ফয়সাল হোসেন (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এই তথ্য জানিয়েছে।

পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানাচ্ছেন, এর আগেও পাকিস্তানের এই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। মূলত তারা ধর্মীয় দাওয়াত বা তাবলিগ কার্যক্রমে আফগানিস্তান গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এটি আবারও প্রমাণ করছে যে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার পরিচালিত এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।

অভিযানটি পাহাড়ি ও দুর্গম এলাকায় সংঘটিত হয়। তীব্র বন্দুকযুদ্ধের পর ১৭ জন সন্ত্রাসী নিহত হন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এই সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অভিযান পাকিস্তান ও দক্ষিণ এশিয়ায় জঙ্গি নেটওয়ার্কের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ এই অঞ্চলের জঙ্গি তৎপরতার আন্তর্জাতিক দিককেও ফুটিয়ে তোলে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD