কাতারে বিমান হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে চালানো বিমান অভিযানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে তিনি সরাসরি ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে আর কখনও কাতারে এ ধরনের হামলা চালানো হবে না।
বিজ্ঞাপন
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রীকে এ অনুশোচনা প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি কাতারে হামলার সময় এক নিরাপত্তারক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানান এবং কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য দুঃখ প্রকাশ করেন।
কাতারের প্রধানমন্ত্রী আল থানি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাতার সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বিস্তারিত: জেন-জি বিক্ষোভে সরকার পতন মাদাগাস্কারে
উল্লেখ্য, গত ৯ অক্টোবর দোহায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। সেখানে হামাস নেতারা গাজা উপত্যকার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। অভিযানে ছয়জন নিহত হন, যার মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তা সদস্য। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্য নেতারা অক্ষত থাকেন।
সূত্র: আনাদোলু এজেন্সি