Logo

দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করলো তালেবান সরকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫০
35Shares
দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করলো তালেবান সরকার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আবারও কঠোর পদক্ষেপ নিয়েছে তালেবান প্রশাসন। ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর এবার পুরো দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

ইন্টারনেট নজরদারি প্রতিষ্ঠান নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে সম্পূর্ণভাবে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে। মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি এবং যোগাযোগের অন্যান্য মাধ্যমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আফগানিস্তানের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে বাইরের বিশ্বের কাছে সঠিক তথ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে, একজন কর্মকর্তা জানিয়েছেন টেলিযোগাযোগ ব্যবস্থা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে’।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ এই অবরুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। তাদের আশঙ্কা, দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে অর্থনীতিতে ভয়াবহ সংকট নেমে আসবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার সামাজিক ও রাজনৈতিকভাবে নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। এবার টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত দেশজুড়ে নতুন শঙ্কার সৃষ্টি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD