গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে সম্মতি দেন।
এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহুর সামনে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিজ্ঞাপন
এতে সম্মতি জানিয়ে নেতানিয়াহু বলেন, প্রথম ধাপে হবে ‘সাধারণ প্রত্যাহার’, এরপর ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্তি দিতে হবে।
তিনি আরও জানান, পরবর্তী ধাপে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে যার দায়িত্ব হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণমুক্ত রাখা। এ উদ্যোগ সফল হলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
প্রস্তাব অনুযায়ী, গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না। গাজায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদের বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে। প্রস্তাব কার্যকরের আগে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে। এরপরই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল।
তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিজ্ঞাপন
সূত্র : আলজাজিরা