Logo

স্ত্রীকে হত্যার পর যাকে ভিডিও কল করে গলায় ফাঁস নেন স্বামী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৬
35Shares
স্ত্রীকে হত্যার পর যাকে ভিডিও কল করে গলায় ফাঁস নেন স্বামী
ফাইল ছবি।

ভারতের হরিয়ানার গুরুগ্রামে এক যুবকের পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পুলিশ রবিবার (২৮ সেপ্টেম্বর) ওই দম্পতির দেহ উদ্ধার করে।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, নিহতরা হলেন অজয় কুমার এবং সুইটি শর্মা। অজয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এবং সুইটি পশ্চিমবঙ্গের আসানসোলের বাসিন্দা। একই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত থাকায় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেন। গুরুগ্রামে বসবাসকালে তারা একই সংস্থায় কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অজয়ের একজন বন্ধু ফোন করে জানায়, সে আত্মহত্যা করতে চলেছে। পরে তিনি ঠিকানা দিয়ে পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজয় এবং সুইটির দেহ উদ্ধার করে। সুইটির মরদেহ মেঝেতে পড়ে ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল। অজয়ের মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্বামী পারিবারিক ঝগড়ার কারণে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, অজয় ভিডিও কলের মাধ্যমে তার বন্ধুকে জানিয়েছিলেন আত্মহত্যার পরিকল্পনার কথা। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। তদন্ত চলছে এবং পারিবারিক অশান্তির প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য নিহতদের পরিবার ও পরিচিতদের সঙ্গে কথা বলা হচ্ছে। সুইটির পরিবার অজয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD