ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জনজীবন। রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবন ও ভূমিধসে আহত-নিখোঁজদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে দ্বীপটির উত্তরাঞ্চলীয় বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৯০ হাজার মানুষের বসবাস করা শহরটিতে চার শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, বোগো ও আশপাশের এলাকায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সান রেমিগিও পৌরসভায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উদ্ধারকারী দল জানায়, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা থাকতে পারে। রাতের অন্ধকার ও একাধিক পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সান রেমিগিওর একটি খেলার মাঠ থেকে উদ্ধার করা চার মরদেহের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ড সদস্য। ধ্বংসস্তূপে চাপা পড়ে একটি শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ভূমিকম্পে সড়ক ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ বিভ্রাটে সেবু শহরসহ আশপাশের অনেক এলাকা অন্ধকারে ডুবে যায়। তবে মধ্যরাতের পর ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন জানায়, কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হয়েছে।
ভূমিকম্পের সময় সেবুর বানতাইয়ান শহরে অবস্থান করছিলেন স্থানীয় বাসিন্দা মারথাম প্যাসিলান। তিনি বলেন, “আমি একটি গির্জার পাশে ছিলাম। হঠাৎ বিকট শব্দে গির্জার পাথর ভেঙে পড়তে দেখি। তখন আমি একেবারে স্থবির হয়ে পড়েছিলাম, নড়তেও পারছিলাম না।”
বিজ্ঞাপন
সরকারি উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকতে পারে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।