Logo

ফ্রিডম ফ্লোটিলা নিয়ে সর্বশেষ যে বার্তা দিলেন শহিদুল আলম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ১৬:৪০
13Shares
ফ্রিডম ফ্লোটিলা নিয়ে সর্বশেষ যে বার্তা দিলেন শহিদুল আলম
শহিদুল আলম | ছবি: সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা ও শান্তির বার্তা পৌঁছাতে দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা’।

বিজ্ঞাপন

এই বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ অবস্থানরত দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম শনিবার (৪ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে জানান, কনসায়েন্স ইতোমধ্যেই বহরের বাকি আটটি নৌযানের সঙ্গে যোগ দিয়েছে এবং সবগুলো জাহাজ একসঙ্গে গাজার দিকে রওনা হয়েছে।

তিনি বলেন, উচ্চগতিসম্পন্ন কনসায়েন্স গত ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করে। দ্রুতগতিতে এগিয়ে এটি আগেই রওনা হওয়া নৌযানগুলোকে অতিক্রম করে বহরে মিলিত হয়েছে। সংহতি বজায় রাখতে পরবর্তীতে এর গতি কমিয়ে দেওয়া হয়েছে। তবে ফ্রিডম কোয়ালিশনের আরও দুটি নৌকার অবস্থান এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এই উদ্যোগ আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর অংশ। যদিও এর আগের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা উদ্যোগ মাঝপথেই ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েছিল, তারপরও নতুন এই বহর তাদের মিশনে অবিচল রয়েছে।

শহিদুল আলম তার পোস্টে লেখেন, “থাউজ্যান্ড ম্যাডলিনস এক অবিস্মরণীয় ধারণা। বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তা ও দ্বিচারিতার কারণে সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে এসেছে। এটি নিঃসন্দেহে একত্রে অগ্রসর হওয়া সবচেয়ে বড় সমুদ্রযান বহর।”

বিজ্ঞাপন

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের তথ্যমতে, কনসায়েন্স জাহাজে ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। এবারকার মিশনের লক্ষ্য শুধু ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা নয়, বরং গাজায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এ জাহাজে কোনো খাদ্যসহায়তা নেই।

দৃঢ় প্রতিজ্ঞা জানিয়ে শহিদুল আলম আরও লেখেন, “আমরা কনসায়েন্সের যাত্রীরা অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি আমাদের আটকানো হয়, অন্যরা এগিয়ে আসবে। দমন-পীড়ন জনগণের শক্তিকে থামাতে পারে না। ইসরায়েলও ব্যর্থ হবে, মুক্ত হবে ফিলিস্তিন।”

উল্লেখ্য, গত দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে এবং স্থানীয় সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। শুধু ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে আটক কিংবা কারাগারে বন্দি আছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD