ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর পরপরই ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানান। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল।
বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেন, “গত রাতটি ছিল ভয়াবহ সহিংস। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশের এলাকাজুড়ে অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এসব হামলা চালানো হয়।”
বিজ্ঞাপন
তার ভাষ্যমতে, রাতের ওই হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর গাজার সাধারণ মানুষ যুদ্ধবিরতির আশায় নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছিলেন।
কিন্তু এরপরই ইসরায়েলি বাহিনী সতর্কতা জারি করে জানায়, গাজা সিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা এবং সেখানে ফিরে যাওয়া প্রাণঘাতী হতে পারে। ইসরায়েলি সেনারা এখনো গাজায় অভিযান চালাচ্ছে এবং উত্তর ও দক্ষিণাঞ্চলসহ সক্রিয় সামরিক এলাকায় না যেতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
ফিলিস্তিনি জনগণের আশা, ট্রাম্পের মধ্যস্থতায় আড়াই বছর ধরে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটবে। তবে প্রস্তাবিত যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না তা এখনো অনিশ্চিত। কারণ এ চুক্তিতে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কোনো শর্ত নেই, বরং হামাসকে অস্ত্র সমর্পণের দাবি জানানো হয়েছে। ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।