Logo

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরাইল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ১৯:১২
14Shares
ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরাইল
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

এর আগে, আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী ফ্লোটিলায় থাকা ৪৪৩ জনকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গও ছিলেন।

বিজ্ঞাপন

ইসরাইলি কমান্ডোদের এই অভিযানে ফ্লোটিলার সব নৌযান জব্দ করা হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন ইসরাইলের এই পদক্ষেপকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে নিন্দা জানিয়েছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো সমুদ্রপথে গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ। এতে অংশ নেয় ৪০টিরও বেশি বেসামরিক নৌযান এবং প্রায় ৪৬টি দেশের ৫০০ অধিকারকর্মী। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

বিজ্ঞাপন

এই উদ্যোগের প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিশিয়া, ইতালির সিসিলি এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও নতুন নৌযান যুক্ত হয় ত্রাণবাহী এই বহরে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য ছিল- ইসরাইলের অবরোধ উপেক্ষা করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং গাজার জনগণের দুর্দশার প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করা।

সূত্র: আল-জাজিরা

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD