Logo

ফুটবল স্টেডিয়ামের চেয়ে হাসপাতাল চাই, দাবি মরক্কোর জেন-জিদের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ২০:২৮
12Shares
ফুটবল স্টেডিয়ামের চেয়ে হাসপাতাল চাই, দাবি মরক্কোর জেন-জিদের
ছবি: সংগৃহীত

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে নিজেদের প্রস্তুত করছে মরক্কো। এই আয়োজন ঘিরে দেশটি বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম নির্মাণে হাত দিয়েছে। তবে দেশের তরুণ প্রজন্ম বলছে, সরকার ভুল জায়গায় অগ্রাধিকার দিচ্ছে।

বিজ্ঞাপন

তারা প্রশ্ন তুলছে, “যেখানে মানুষ চিকিৎসা ও শিক্ষার সংকটে ভুগছে, সেখানে কোটি ডলারের স্টেডিয়াম কেন?”

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তরুণদের নতুন আন্দোলন ‘জেনজি ২১২’। এই আন্দোলন সমন্বিত হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, ডিসকর্ডসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। তাদের মূল দাবিগুলো- মানসম্মত শিক্ষা, সবার জন্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী বাসস্থান, উন্নত গণপরিবহন, মূল্য নিয়ন্ত্রণ, বেতন ও পেনশন বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান।

বিজ্ঞাপন

আন্দোলনের অন্যতম দাবি হলো ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, যাতে ফ্রেঞ্চ নির্ভর শিক্ষা কাঠামো থেকে বেরিয়ে আসা যায়।

তরুণদের ক্ষোভ আরও তীব্র হয় আগাদিরের একটি হাসপাতালে আটজন প্রসূতির মৃত্যুর ঘটনায়, যেখানে চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকট স্পষ্ট হয়ে ওঠে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মরক্কোতে প্রতি ১০,০০০ মানুষের জন্য মাত্র ৭.৮ জন চিকিৎসক আছেন, যা নির্ধারিত মানের অর্ধেকেরও কম।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলছেন, “আমরা সহিংস কিছু চাই না, আমাদের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের নিশ্চয়তা দাবি যৌক্তিক।” তবে আন্দোলনের মধ্যেই এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী আজিজ আখানউচ জানিয়েছেন, সরকার সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু নেতৃত্বহীন এই তরুণ আন্দোলন বলছে, বাস্তব প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।

জেনজি ২১২-এর মুখপাত্র হাজার বেলহাসান বলেন, “আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমাদের কোনো নেতা নেই। আমরা শুধু শান্তিপূর্ণভাবে বলছি, স্টেডিয়াম নয়, আগে হাসপাতাল ও স্কুল বানান।”

বিজ্ঞাপন

২০১১ সালের ‘আরব বসন্ত’-এর পর এটি মরক্কোয় সবচেয়ে বড় তরুণ নেতৃত্বহীন আন্দোলন হিসেবে দেখা দিচ্ছে। সেই সময়ের মতো এবারও জনগণ মৌলিক অধিকারের প্রশ্ন তুলেছে, তবে এবার কেন্দ্রবিন্দু হলো স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার নিশ্চয়তা।

১ অক্টোবর রাতে ল্কলিয়া শহরে তিনজনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ বলছে, বিক্ষোভকারীরা আগুন ধরানোর চেষ্টা করায় গুলি চালানো হয়। তবে আন্দোলনকারীরা সহিংসতার নিন্দা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শান্তিপূর্ণ মিছিলের উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

হাজার বেলহাসান বলেন, “আমরা ফুটবল ভালোবাসি, বিশ্বকাপ আয়োজন আমাদের গর্বের বিষয়। কিন্তু একটি সুস্থ, শিক্ষিত জাতি ছাড়া সেই আয়োজনের মানে কী? হ্যাঁ, স্টেডিয়াম হোক। কিন্তু আমাদের হাসপাতাল ও স্কুলও হোক।”

বিশ্লেষকরা মনে করছেন, ‘জেনজি ২১২’ আন্দোলন মরক্কোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক নতুন দিক উন্মোচন করেছে, যেখানে তরুণরা তাদের ভবিষ্যতের দাবি নিজেরাই তুলে ধরছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD